শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০১:২৪

জম্মু-কাশ্মীরেও নিষিদ্ধ হলো গরুর মাংস

জম্মু-কাশ্মীরেও নিষিদ্ধ হলো গরুর মাংস

আন্তর্জাতিক ডেস্ক : গো-মাংস নিয়ে তুলকালাম চলছে ভারতের ভূস্বর্গে। হরিয়াণা ও মহারাষ্ট্রের পর এবার জম্মু-কাশ্মীরেও নিষিদ্ধ করা হয়েছে গো-মাংস বিক্রি। অ্যাডভোকেট পরিমোক্ষ শেঠের দায়ের করা এক জনস্বার্থ মামলায় জম্মু ও কাশ্মীর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা জারি করেছে।

রাজ্যজুড়ে এই নির্দেশিকা মানা হচ্ছে কি না, রাজ্য সরকারকে সেদিকে কড়া নজর রাখারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গো-মাংস ব্যান হয়ে যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি PDP-BJP নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকার।

বুধবার এই নির্দেশ দেওয়ার পরও বৃহস্পতিবার বেশকিছু জায়গায় গোমাংস বিক্রি হতে দেখা গিয়েছে। রাজ্যের জনসংখ্যার অধিকাংশই যেহেতু গোমাংস খায়, সেহেতু রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা কার্যকরী করতে সরকারকে যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে