রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫২:৪১

বিনা পয়সায় দাদী-নানী ধার নেয়া যাবে

বিনা পয়সায় দাদী-নানী ধার নেয়া যাবে

আন্তর্জাতিক ডেস্ক : বিনা পয়সায় এখন ‘দাদী’ বা ‘নানী’ ধার নেয়ার সুবিধা চালু করতে যাচ্ছে রাশিয়া। তবে তা ছোট শিশুদের দেখাশোনার মধ্যে সীমিত থাকবে। এতে প্রবীণরাও ভালো থাকবেন। ব্যতিক্রমী এই সেবা চালু করেছে ‘বাবুশকা’ নামের রুশ একটি দাতব্য সংস্থা। তারা বলছে, এর ফলে অবসরে যাওয়া প্রবীনদের জীবন মান উন্নয়ন হবে।

দেশটির রাজধানী মস্কোর খুব কাছে ভ্লাদিমির অঞ্চলে এই ব্যবস্থা চালু হচ্ছে। যেসব বাবা-মা কিছুক্ষণের জন্য ছোট ছোট শিশুদের কারও জিম্মায় রেখে যেতে চান, তারা ঘন্টা হিসেবে ‘বাবুশকা’ অর্থাৎ দাদী বা নানীদের ধার নিতে পারবেন। এজন্যে তাদের কোন অর্থ দিতে হবে না।

গত অগাষ্টে চালু হওয়া এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন ৩৫ জন স্বেচ্ছাসেবক। এরা সবাই অবসর জীবনে আছেন। এখন এই কর্মসূচী মস্কোতে সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে।

একজন মা এই কর্মসূচীর প্রশংসা করে বলেন, আমি এই সার্ভিস ব্যবহার করছি, আমার খুবই উপকার হচ্ছে এতে।

অন্যদিকে যে প্রবীন মহিলারা এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন, তারাও জানিয়েছেন, এতে তাদের সময়টা ভালোই কাটছে। সূত্র: এনটিভি, বিবিসি
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে