রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৬:১৩

টাইগারদের ভারত সফরকে হিথ স্ট্রিক যেভাবে দেখছেন

টাইগারদের ভারত সফরকে হিথ স্ট্রিক যেভাবে দেখছেন

স্পোর্টস ডেস্ক: সব ঠিক থাকলে আগামী সোমবার ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাংলাদেশ ‘এ’ দলের বিমান। দুই সপ্তাহের এই সফরে টাইগার বাহিনী স্বাগতিক ভারতের ‘এ’ দলের সাথে তিনটি ওয়ানডে ও দুইটি তিনদিনের ম্যাচ খেলবে। বাংলাদেশের এই সফরকে কোচ হিথ স্ট্রিক আগামী বছর ভারতের মাটিতে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন।

ভারতে টেস্ট বা ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া হয়নি গত দেড় দশকেও বাংলাদেশে জাতীয় ক্রিকেট দল যায়নি। বাংলাদেশ ‘এ’ দলের জন্য ভারত সফর এ নিয়ে তৃতীয়বার। তবে সফরে ভারত ‘এ’ দলের মুখোমুখি হওয়া এবারই প্রথম।

১১ টেস্ট ক্রিকেটারসহ ১৫ সদস্যের স্কোয়াডের সবারই আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। জয়ের পাশপাশি বাংলাদেশ ‘এ’ দলের লক্ষ্য আগামীর জন্য নিজেদের প্রস্তুত করা।

১৬ সেপ্টেম্বর শুরু ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রনজি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচ এরপর ভারত ‘এ’ দলের সঙ্গে তিনদিনের ম্যাচ দিয়ে শেষ সফর।

‘টিম-টাইগার্স এর মিডল অর্ডারের নির্ভরযোগ্য মোমিনুল এবারই প্রথম পেলেন গুরুত্বপূর্ণ সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। ব্যাটে রান, নেতৃত্ব উপভোগের পাশপাশি দেখছেন নিরঙ্কুশ সাফল্যের স্বপ্ন।
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে