মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৮:০৬

‘আগে গেলে ভাগে, পিছে গেলে সিট নাই’

‘আগে গেলে ভাগে, পিছে গেলে সিট নাই’

নিউজ ডেস্ক : ঈদে ঘরমুখো মানুষের ট্রেনের টিকিট পাওয়া যেন সোনার হরিণ।  একখানা টিকিটের জন্য রাত জেগে প্লাটফর্মে অপেক্ষা করে কতজন।  ভাগ্যে না থাকলে টাকা দিয়েও সিটের টিকিট পাওয়া যায় না।  তবে আগে গেলে ভাগে মিলে কিন্তু পিছে গেলে সিট নাই।  সিট ছাড়া টিকিটই কিনতে হবে আপনাকে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।  রাজধানী ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে অগ্রিম টিকিট।  আজ মঙ্গলবার বিক্রি হচ্ছে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বরের টিকিট।
প্লাটফর্ম কানায় কানায় ভর্তি।  

লাইনের পর লাইন ধরে আছে টিকিট পাওয়ার আশায়।  কারো ভাগ্যে জুটবে সিটসহ টিকিট আবার কারো ভাগ্যে জুটবে সিট ছাড়া টিকিট।  সিট ছাড়া টিকিট যাত্রীর মনটাই খারাপ।  ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সিটসহ টিকিট না মেলায় হতাশায় বাসায় ফিরতে হয় তাকে।

আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল ৯টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।  তবে দেরিতে টিকিট বিক্রি শুরু করার অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীদের অনেকেই।   তারা
 বলেন, লাইনের আগে থাকলে সিটসহ টিকিট মিলে কিন্তু পিছে থাকলে সিট নাই।  টিকিট মাস্টাররা বলেন, যারা লাইনের আগে ছিলেন তারা টিকিট পেয়েছেন।  টিকিটে সিট না থাকলে আমরা করবো কি? টিকিট পেতে হলে লাইনের আগে থাকতে হবে।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে