মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৮:৫৬

আইসিসির ডাকে সাড়া দিলেন লঙ্কান পেসার কৌশল

আইসিসির ডাকে সাড়া দিলেন লঙ্কান পেসার কৌশল

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কান স্পিনার থারিন্ডু কৌশলের বোলিং অ্যাকশন প্রশ্ন তোলে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।ফলে আইসিসির ডাকে সাড়া দিয়ে বোলিং অ্যাকশন টেস্ট সম্পন্ন করেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে বোলিং পরীক্ষা করানোর জন্য সোমবার ভারতে পৌঁছান কৌশল।পরে ভারতের চেন্নাইয়ে আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে প্রায় দেড় ঘণ্টাব্যাপী তার বোলিং পরীক্ষা করানো হয়।

আগামী দু’সপ্তাহের মধ্যে কৌশলের বোলিং পরীক্ষার রিপোর্ট আইসিসির নিকট হস্তান্তর করা হবে। এর ওরপই পরবর্তী সিদ্ধান্তটি নির্ভর করছে। ফলাফল ইতিবাচক হলে নির্বিঘ্নে পুরোনো কৌশলে বোলিং করতে পারবেন। আর বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হলে তাকে হয়তো দীর্ঘ সময়ের জন্য বল হাতে বিরত থাকতে হবে।
১৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে