বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৭:২৮

কেমন কাজের কেমন পুরস্কার!

কেমন কাজের কেমন পুরস্কার!

গোলাম মোর্তোজা : আরিফ আরিয়ান, জাকিয়ারা পথশিশুদের মূখে একটু হাসি ফোটানোর চেষ্টা করত। ষ্টার কাবাবের সামনে যারা দাঁড়িয়ে থাকত এক টুকরো মাংসের জন্যে, গত ঈদে ষ্টার কাবাবে নিয়ে তাদের পেট ভরে পোলাউ -মাংস খাইয়েছে আরিয়ানরা। বাহবা নেয়ার জন্যে এই ছবিও তারা প্রকাশ করেনি। রামপুরার বনশ্রী থেকে আরিয়ানদের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শিশু পাচারকারী সন্দেহে! শিশুদের জীবন একটু নিশ্চিত করার জন্যে যারা কাজ করছেন, নিজেদের অর্থ খরচ করছেন, তাদেরকে পুলিশ পাচারকারী বানানোর চেষ্টা করছে। দুই দিনের রিমান্ড শেষে সকালে আবার তাদের কোর্টে তোলা হবে। জানিনা এই নিরপরাধ শিশু উপকারী মানুষগুলোর কপালে কি অপেক্ষা করছে! আর কত নাজেহাল হতে হবে তাদের!!

                                                                      

আমাদের পরিচিত বন্ধুদের অনেকেই তাদের চেনে -জানে। পুলিশে -প্রশাসনে -আদালতে - অ্যাডভোকেটদের মধ্যে এমন কেউ কি নেই, যিনি বা যারা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন!! চরম অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন!!!
নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই আছেন।
সুন্দর সকালের অপেক্ষা করছি।-ফেসবুক থেকে
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে