বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৪:৩৩

বেশি টিভি দেখলে মানবদেহে যে রোগের ঝুঁকি বাড়ায়

বেশি টিভি দেখলে মানবদেহে যে রোগের ঝুঁকি বাড়ায়

এক্সক্লুসিভ ডেস্ক : টিভি অবসরের সঙ্গী, মন খারাপেরও সঙ্গী। কিন্তু এ সঙ্গীই বাড়াচ্ছে আপনার জীবনের ঝুঁকি। ব্রিটেনের এক দল গবেষক জানান, ৫ ঘণ্টা বা তার বেশি সময় ধরে টিভি দেখলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে।

গবেষক দল ১৮ বছর ধরে প্রায় ৮৬ হাজার মানুষের ওপর পর্যবেক্ষণ করে এমন তথ্য দিয়েছেন। গবেষকদের দাবি, যারা দিনে গড়ে ৫ ঘণ্টার বেশি সময় ধরে টিভি দেখেন তাদের পালমোনারি এমবলিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণের থেকে দ্বিগুণ বেড়ে যায়।

তাই বিশেষজ্ঞরা বলেছেন, এর থেকে বাঁচার উপায় হল একটানা টিভি না দেখে মাঝে মাঝে বিরতি দেয়া।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে