বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৮:০৭

প্রতি লিটার ছাগলের দুধ ২ হাজার টাকা!

প্রতি লিটার ছাগলের দুধ ২ হাজার টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : একে তো ডেঙ্গু আতঙ্ক। তার থেকে যোগ হয়েছে গুজব। ফলে এক ভূতুরে অবস্থা বিরাজ করছে ভারতের রাজধানি নয়া দিল্লিতে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে ছাগলের দুধ উপকারী, এমন ধারণা প্রচলিত আছে। যার জেরে রাতারাতি ছাগলের দুধ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে।

চাহিদা অনুপাতে যোগান না থাকায় দিন দিন তড়িৎ গতিতে বাড়ছে এই দুধের দাম। এই মুহূর্তে ভারতের রাজধানীতে প্রতি লিটার ছাগলের দুধের দাম বেড়ে দাঁড়িয়েছে দু’হাজার টাকা।

সুশীলা ধাহিয়া নামে দিল্লির এক আয়ুর্বেদ চিকিৎসকের দাবি, ছাগলের দুধ হালকা ও সহজপাচ্য। ফলে ডেঙ্গু থেকে দ্রুত আরোগ্যের ক্ষেত্রে এই দুধ বিশেষ সহায়ক বলে আমাদের পুথিতে উল্লেখ করা আছে।

যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। চিকিৎসকদের সাফ কথা, ছাগলের দুধে ডেঙ্গি রোধক বিশেষ কোনও গুণ নেই।

উল্লেখ্য, গত কয়েকদিনে ভারতের রাজধানী নয়া দিল্লিতে ডেঙ্গু জ্বরে ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কয়েক হাজার ভারতীয়।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে