শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫২:০৫

প্রধানমন্ত্রীর কাছে শেখ কামালের সেই সেতার হস্তান্তর

প্রধানমন্ত্রীর কাছে শেখ কামালের সেই সেতার হস্তান্তর

ঢাকা : শেখ কামালের ব্যবহৃত একটি সেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বন্ধু কাজী সালাহউদ্দিন বাচ্চুর কাছ থেকে বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতারটি গ্রহণ করেন।

বাচ্চুর বাবা বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠজন কাজী আবু নাসের সেতারটি শেখ কামালকে দিয়েছিলেন। পরে শেখ কামাল ভারত থেকে মেরামত করে আনার জন্য সেতারটি বাচ্চুকে দিয়েছিলেন। কিন্তু এর মধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডে শেখ কামাল শহীদ হন।

পরে সেতারটি বাচ্চুর ঢাকার তেজকুনি পাড়ার বাসভবনে সংরক্ষিত থাকে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রদর্শনের জন্য ৪০ বছর পর বাচ্চু আজ সেতারটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় বাচ্চুর ভাই কাজী মইনুদ্দিন রাজ এবং শিল্পী কুহু উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে