শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৯:৪৪

‘মেসি কিংবা রোনালদো নয়, নেইমারই সেরা’

‘মেসি কিংবা রোনালদো নয়, নেইমারই সেরা’

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বের আলোচিত তারকা আর্জেন্টাইন দলের লিওনেল মেসি ও পর্তুগিজ দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তাদেরই পাশাপাশি সমান জনপ্রিয়তার অধিকারী ব্রাজিল দলের আরেক তারকা নেইমার। কিন্তু ক্রীড়া ভক্তরা তাদের তারকাকে সব সময়ই অন্যদের চাইতে এগিয়ে রাখতে বেশি পছন্দ করেন। তাদের চোখে সবার সেরা তাদের তারকাই। এ নিয়ে চলছে বির্তক। যা চলবে অনন্তকাল ধরে।

কিন্তু ব্রাজিলিয়ান সাবেক তারকা খেলোয়াড় রবার্তো কার্লোস মনে করেন মেসি কিংবা রোনালদো কেউই সেরা নয়। তার দৃষ্টিতে সময়ের সেরা ফুটবলার নেইমার।

বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগে দিল্লি ডায়নামোসের কোচের দায়িত্ব পালন করছেন কার্লোস। তার স্বদেশী তারকা নেইমারের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘এখন মানুষ সব সময় আলোচনা করে- মেসি নাকি রোনালদো সেরা ফুটবলার। কিন্তু আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সেরা ফুটবলার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ব্রাজিলের নেইমারের চেয়ে বার্সেলোনার নেইমার অনেক কার্যকর। কারণ, বার্সেলোনা একটি প্রতিষ্ঠিত দল। আর আগামী বছর কোপা আমেরিকা সামনে রেখে ব্রাজিল একটি সুসংগঠিত দলে পরিণত হচ্ছে।’

গত মওসুমে বার্সেলোনার হয়ে ৩৯ গোল করেন নেইমার। আর চলতি মওসুমে ৪ ম্যাচে ১ গোল করেছেন এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৪২ বছর বয়সী কার্লোস তাকে নিয়ে বলেন, ‘নেইমার বার্সেলোনার সেরা একটি দলে খেলে। তার পাশে আছে মেসি ও সুয়ারেজ। এ কারণেই সে স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আর এতে ব্রাজিলের অধিনায়ক হিসেবে তার ওপর দায়িত্ব অনেক বেড়ে গেছে।’

১৯ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে