রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৬:৩১

শফিউলের আঘাতে ঝিমিয়ে পড়েছে ভারত

শফিউলের আঘাতে ঝিমিয়ে পড়েছে ভারত

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে টপঅর্ডারদের চরম ব্যর্থতার দায়ে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারলেও সমতার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেদের অস্তিত্বের প্রমান দিল বাংলাদেশ ‘এ’ দল। রোববারে সকালে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণীর এই দিনে টস জয়ী হয়ে ব্যাটিংয়ে যায় স্বাগতিক ভারত।

সিরিজ জয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে শুভ সূচনা করেছে মুমিনুল বাহিনী। ৮ বলে চার রান করে সাইফুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ভারতীয় ওপেনার এ্যাগারওয়াল। বাংলাদেশ দলের হয়ে আরেকটি উইকেট তুলে নেন আরাফাত সানি।

বাংলাদেশের বোলাররা বেশ দাপটের সাথে তাদের পরিচয় দিয়ে যাচ্ছেন। ২০ ওভারে ৮৭ রান সংগ্রহ করতে পেরেছে স্বাগতিক ভারত ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল এই সিরিজে প্রত্যেকে একটি করে ম্যাচ জিতে সমতায় রয়েছে। সিরিজ জয়ের ম্যাচ বলে কঠিন লড়াইয়ের চিত্র লক্ষ্য করা যাচ্ছে।
২০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে