রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩২:৪৫

সুদীপ বিশ্বাসের কবিতা ‘একটি গোলাপের কাব্য’

সুদীপ বিশ্বাসের কবিতা ‘একটি গোলাপের কাব্য’

তুমি আমার বনলতা সেন,
আমার শেষের কবিতা!
হৃদয়ের ক্যানভাসে আঁকা,
মোনালিসা,তোমার ছবিটা! !

আজিকার যুগে এ সবকিছুই
  পাগলের    প্রলাপ!
ভালোবাসিতে পারি বন্ধু,
আনো যদি লাল গোলাপ! !

প্রেমের গল্পে বাধা দিতে আসে,
বৃষ্টি নামের ভুল!
ঝড়ো বাতাসে ঝরিয়া পড়ে,
গাছের গোলাপ ফুল!!

প্রেমিক হৃদয় আজ বেদুইন,
লাল গোলাপের জন্য!
পাইবে না সে প্রেমিকার হৃদয়,
দিলে ফুল অন্য! !

সাদা ফুল হল রক্ত লাল ,
ভালোবাসার গৌরবে!
মোহনীয় হল গোলাপ ফুল,
নবীন  প্রেমের সৌরভে!!

প্রেমিকা তাহার চলে গেল দূরে,
ছেড়ে পৃথিবীর মায়া!
ব্যর্থ প্রেমিক ফুল হাতে কাঁদে,
দু চোখে তাহার কায়া!!

প্রেমের কাহিনী হইল না শেষ,
যদিও হইল   ইতি!
নষ্ট গোলাপ আজও গেয়ে যায়,
প্রেমনগরের গীতি!!

সম্পাদক দায়ী নয়

১১ আগস্ট২০১৫/এম টি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে