রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪২:২৫

নাজমুল ইসলামের কবিতা ‘মেঘভেলার সওয়ার’

নাজমুল ইসলামের কবিতা ‘মেঘভেলার সওয়ার’

অজান্তে যদি মেঘ ভেসে আসে,

আর তুমি যদি থাকো আমার পাশে,

ডাকব তখন একজন কারিগর,

হব দুজন মেঘভেলার সওয়ার,

নামব দুজন হাজার তারার হাটে,

দেখব তারা হাওয়ার  মাঝে কেমনে সাতার কাটে,

তিনটে তারা রাখব পকেট পুরে,

সঙ্গী হয়ে রাখবে তোমায় ঘিরে,

চাদের বাড়ি যাব অতঃপর,

আমরা তখন মেঘভেলার সওয়ার,

জোসনা নিয়ে করব মাখামাখি ,

আড়ালে তার একটু রাগারাগি,

তুমি ছড়াবে জোসনা ভরে বাটি বাটি,

হাওয়ার মাঝে চলবে হাজার খুনসুটি,

অসাধ্য সব ইচ্ছে হবে ম্লান,

রাতভর করব জোসনা স্নান,

হঠাৎ যদি মেঘ ভেসে আসে,

আর তুমি যদি না থাক মোর পাশে,

কাটবে সময় ব্যাপক হাহুতাশে।

ফিরিয়ে দেব মুর্খ কারিগর,

নেইতো আমার মেঘভেলার সওয়ার,

সওয়ার ছাড়া চলবে ভেলা কিসে?

কল্পনা সব ধুলোয় যাবে মিশে।

সম্পাদক দায়ী নয়

৮ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে