শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫, ১২:০৭:৩৮

যেভাবে গণপিটুনিতে প্রাণ গেল ৬জনের

যেভাবে গণপিটুনিতে প্রাণ গেল ৬জনের

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ ও নরসিংদীতে বুধবার পৃথক ঘটনায় গণপিটুনিতে ৬ ডাকাত নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুজন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার মোকরমপুর ব্রিজের কাছে ডাকাতি করার সময় স্থানীয়রা সশস্ত্র ডাকাত দলকে ঘিরে ফেলে। এ সময় গণপিটুনিতে ৪ ডাকাত নিহত ও ১ জন গুরুতর আহত হয়। ডাকাতদের বহনকারী ভ্যানচালক রুবেলকে (২৫) আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, বোয়ালিয়ার দিক থেকে ভ্যানগাড়িতে করে আসা ডাকাত দলটি রহনপুর-ভোলাহাট সড়কের মহানন্দা ব্রিজের ওপর একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এতে ওই মোটরসাইকেল আরোহী চিৎকার দেন। আশপাশের লোকজন ডাকাতদের ধরে গণপিটুনি দেয়। এতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও শিবগঞ্জের মির্জাপুর গ্রামের কালু মিয়ার ছেলে রাব্বানী (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। অজ্ঞাত ৩ ডাকাতকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে নরসিংদীর মনোহরদীতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক ডাকাত। বুধবার রাত ১০টার দিকে উপজেলার গন্ডারদিয়া সড়কে গাছ ফেলে ডাকাতির সময় স্থানীয়রা ডাকাতদের গণধোলাই দেয়। পুলিশ জানায়, একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে ১০-১২ জনের ডাকাত দল মনোহরদীর গন্ডারদিয়া সড়কে গাছ ফেলে সিএনজিচালিত অটোরিকশা ও বাসে ডাকাতি শুরু করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে