সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪২:৪৩

জাফরউল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৮

জাফরউল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৮

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর পথসভায় গুলির ঘটনা ঘটেছে।  এতে ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলামসহ আটজন গুলিবিদ্ধ হয়েছেন।  অবশ্য জাফরউল্লাহ অক্ষত আছেন বলে জানিয়েছে পুলিশ।

 
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাউলিবেড়া গ্রামে এ ঘটনা ঘটে।  এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।

আহতদের মধ্যে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।  ২ জনকে ভাঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
আহতরা হলেন সাহেব আলী (৪৮), ইছারত আকন (৫০), জমির মাতুব্বর (৬০), ফরহাদ মাতুব্বর (৫৫), শাহজাহান ফকির (৫০), ইমারত আকন (৬০), সোবহান (৬৫), ও ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম (৫২)।
 
এ ঘটনায় ভাঙ্গা থানায় শনিবার দুপুরে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
গুলিবিদ্ধ ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদারের লাইসেন্সকৃত শর্টগান থেকে অসাবধনতাবশত গুলি বেরিয়ে গেলে এ ঘটনা ঘটে।  

উন্নত চিকিৎসার জন্য তিনি ভাঙ্গা থেকে ঢাকায় রওয়া হয়েছেন বলে জানান।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক মজুমদারে দাবি, তিনি ওই সভায় ছিলেন না।  তার শটগানের গুলিতে কেউ আহত হননি।
১৮ এপ্রিল,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে