সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৯:০০

কাপাসিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

কাপাসিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের বিভিন্ন খাবারের দোকানে অপরিচ্ছন্নতার কারনে ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছেন।



কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনোভা নাশতারানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অপরিচ্ছন্নতার কারনে এবং প্রকাশ্যে জনসম্মূখে ধুমপান করার অপরাধে জরিমানা করেন। অপরিস্কার, নোংরা, পঁচা ও বাসি খাবার পরিবেশনের জন্য দীপা-মুক্তা সুইটসকে ৪ হাজার টাকা, সুপারস্টার সুইট মিটকে ৩ হাজার টাকা, মুসলিম সুইট মিটকে ৩ হাজার টাকা, নিউ পলাশ মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা, উৎসব সুইট সপকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে ধূমপান করার অপরাধে খোকন ও শামিম নামে দু’জনকে ১ শত টাকা করে জরিমানা করেন।
০৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে