মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৩:১১

ক্লাস রুমে ১৪টি গোখরা সাপ, স্কুল ছুটি ঘোষণা

ক্লাস রুমে ১৪টি গোখরা সাপ, স্কুল ছুটি ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি : স্কুলের ক্লাস রুমে গোখরা সাপ দেখে আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার শুরু করে দেয়।  আতঙ্ক ছড়িয়ে পড়লে ক্লাস বন্ধ করে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীর একটি প্রাথমিক বিদ্যালয়ে।  শ্রেণিকক্ষে ১৪টি বিষধর গোখরা সাপ পাওয়া যায়।  রোববার দুপুরে উপজেলার পূর্বপয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সাপ পাওয়া যায়।  
 
রোববার দুপুর ১২টার দিকে ক্লাস চলাকালে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানালা দিয়ে পাশের বন্ধ শ্রেশিকক্ষে প্রায় ২ ফুট দৈর্ঘ্যের একটি সাপ দেখতে পায়।

তার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে গিয়ে বেশ কয়েকটি সাপ দেখে পান।  তাৎক্ষণিক পাশের লোকজনকে জানালে তারা সেগুলো মেরে ফেলে। পরে শ্রেণিকক্ষের মেঝের একটি অংশ ভেঙে মোট ১৪ টি বিষধর গোখরা সাপ মেরে ফেলা হয়।  

এসময় বেশকিছু ডিমও নষ্ট করা হয়।  প্রত্যেকটি ডিমের ভেতরে দেড় থেকে দুই ইঞ্চি সাপের বাচ্চা ছিল।

স্কুলটির প্রধান শিক্ষক সুলতানা বেগম পারুল জানান, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  পরে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।  ধারণা করা হচ্ছে, ওই শ্রেণিকক্ষে আরো সাপ থাকতে পারে।
২ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে