বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫০:১৬

ধর্মঘটে অচল জার্মান বিমানবন্দর

ধর্মঘটে অচল জার্মান বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: ধর্মঘটের জেরে প্রায় অচল জার্মান বিমান বন্দর। বুধবার জার্মান এয়ারলাইন্স লুফৎহানসা কর্তৃপক্ষ স্বীকার করে নিল, প্রায় এক হাজার বিমান উড়ছে না। দু’দিনের এই ধর্মঘটের জেরে প্রায় দেড় লক্ষ যাত্রীর যাতায়ত বাতিল হয়েছে।

বিমান চালকদের সংগঠনের ডাকা এই ধর্মঘটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দূরপাল্লার যাত্রীরা। গতবছরের এপ্রিল মাস থেকে কর্তৃপক্ষের সঙ্গে বিমান চালকদের সংগঠনের সম্পর্কের অবনতি ঘটায় এই পর্যন্ত তারা প্রায় ১৩ বার ধর্মঘটের ডাক দিয়েছে।

তবে ধর্মঘটের প্রভাব পড়েছে একমাত্র লুফৎহানসাতেই। সংস্থার ভর্তুকিতে চলা জার্মানউইংস, সুইস ও অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সে তার কোনও প্রভাব পড়েনি। ডোমেস্টিক বিমানগুলিও মোটামুটি ঠিক সময়েই উড়েছে।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে