বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৮:৪৫

‘পাকিস্তানে সন্ত্রাসী কর্মকান্ড কমেছে ৭০ শতাংশ’

‘পাকিস্তানে সন্ত্রাসী কর্মকান্ড কমেছে ৭০ শতাংশ’

আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক সন্ত্রাসবাদী কর্মকান্ডের ঘটনায় প্রায় অচল হয়ে পড়েছিল দেশের অর্থনৈতিক অবস্থা। কমতে শুরু করেছে বিপণি বিতান এবং পর্যটন কেন্দ্রগুলোতে লোকজনের সমাগম। তবে মার্কিন দৈনিক ওয়াশিংটনের এক প্রতিবেদনে দাবি করাহয়েছে, ‘বর্তমানে পাকিস্তানে প্রায় সন্ত্রাসবাদী হামলার ঘটনা প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছে’।

দৈনিকটি আরো দাবি করেন, ‘সস্ত্রাসবাদী কর্মকান্ডের ঘটনা কমার কারণে দেশের রেস্তোরাঁ, বিপণি বিতান এবং পর্যটন কেন্দ্রগুলো আবার চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে’। গত নয় মাসে পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা প্রায় ৭০ শতাংশ কমেছে।

পাকিস্তান সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে এই খবরটি প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট৷ ওই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে পাকিস্তানে হিংসায় মৃত্যু হয়েছে ৬৮০ জন সাধারণ নাগরিকের৷ গত বছর একই সময়ে মৃত্যু হয়েছিল ১১৯৪ জন এবং ২০১৩ সালে মৃত্যু হয়েছিল ২২৪৬ জনের৷

খবরে আরও বলা হয়েছে, উপজাতি অধ্যুষিত এলাকা এবং করাচিতে পাক বাহিনীর সামরিক অভিযানও জঙ্গি হানার ঘটনা অনেক কমিয়ে দিয়েছে৷ কমেছে অন্যান্য অপরাধ৷
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে