বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৬:১৯

ক্ষু্ব্ধ দর্শকদের ছোঁড়া বিস্ফোরকে পন্ড ম্যাচ

ক্ষু্ব্ধ দর্শকদের ছোঁড়া বিস্ফোরকে পন্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক: স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে হারহামেশাই নানা ধরনের উদ্ভট কর্মকান্ড করে থাকে দর্শকরা। উপস্থিত মাঠে খেলোয়াড়দের বাজে খেলার জন্য গালি, বোতল ছোঁড়া থেকে শুরু করে দর্শকে দর্শকে মারামারি ঘটনাও দেখেছে বিশ্ববাসী। এবার মালেশিয়ার শাহ আলম আন্তর্জাতি স্টেডিয়ামে ঘটলো ভিন্ন একটি ঘটনা। প্রতিপক্ষ দল এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে ফুটবল মাঠে দর্শকরা আতশবাজি ও বিস্ফোরক নিক্ষেপ শুরু করে দেয়।

গত ৭ সেপ্টেম্বর রাশিয়া-২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এ ঘটনাটি ঘটে। ঘটনায় কতৃপক্ষ উক্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌদি আরব-মালয়েশিয়া ম্যাচে শুরুতে স্বাগতিক দল এগিয়ে ছিল। কিন্তু সৌদি আরব ৭৩ এবং ৭৬ মিনিটের জোড়া আঘাতে ২-১ গোলে এগিয়ে যায়।

খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে দর্শকরা ক্ষুব্ধ হয়ে মাঠ লক্ষ্য করে বিভিন্ন আতশবাজি এবং বিস্ফোরক ছুড়তে শুরু করেন। এতে কিছুক্ষণের মধ্যে মাঠ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

পরে পরবর্তী খেলার অনুকূলে না থাকায় রেফারি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় এরইমধ্যে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। পুলিশের ধারণা, পানীয় বিক্রেতাদের মাধ্যমে এসব বিস্ফোরক দ্রব্য মাঠে প্রবেশ করেছে।

এছাড়া নিরাপত্তার বিষয়ে ফিফার কাছে সমালোচনার মুখোমুখি হয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (ফাম)
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে