শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৩:৫৭

সেই অপরাধে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে শাহাদাতকে

সেই অপরাধে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে শাহাদাতকে

স্পোর্টস ডেস্ক : শাহাদাত হোসেন হ্যাট্টিক করা একজন বড় মাপের বোলার। পেস আক্রমনে বাংলাদেশের সেরা বোলারদের একজন। সামনে রয়েছে গুরুত্ব নানা টুর্নামেন্ট ও সিরিজ।

জাতীয় লিগ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অন্যদিকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইকেও উল্লেখ করতে হয় এ প্রসঙ্গে। কোনো সুখকর খবর নেই তার জন্য।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা শাহাদাত হোসেন হোচট খান তখনই। গুরুতর আহত হন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কম ঝামেলায় পোহাতে হয়নি তাকে নিয়ে।

অস্ট্রেলিয়ায় চিকিৎসাহ শেষে মোটামুটি সুস্থ হন তিনি। ছিলেন মাঠে ফেরার অপেক্ষায়। আর ঠিক এক সপ্তাহ পরে শুরু হচ্ছে জাতীয় লিগ।

পালিয়ে বেড়ানো শাহাদাত কিভাবে জাতীয় লিগে খেলবেন? পুলিশ খুঁজছে আত্মগোপনে থাকা শাহাদাতকে। গৃহকর্মীকে নির্যাতন করে বিতর্কিত হওয়া শাহাদাতকে কোনো দল নিবে কিনা সে প্রশ্ন তো আসছেই।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা শাহাদাতকে এখন হয়তো ফের কাঁদতে হবে। পারিবারিক ভাবে দুর্দিন পার করছেন শাহাদাত হোসেন রাজিব। অপরাধের কারণে তাকে সাপোর্ট করার সাহস নেই এখন কারো! এই দুর্দিনে কেমন আছেন তিনি এটা জানারও সুযোগ নেই!
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে