শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৭:৫০

পাখিরাও প্রেম করে

পাখিরাও  প্রেম করে

ঢাকা : পাখিরাও প্রেম করে। হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু তোতাপাখিরা সাধারণত এক ঝাঁক হয়ে থাকতে আনন্দ পায়, পছন্দও করে। আর এক সাথে এক ঝাঁকে থাকতে থাকতে একজন আরেকজনের কাছে আসে। ধীরে ধীরে অন্তরঙ্গ হয়। আর তাকে বেছে নেয়ার উদ্দেশ্য থাকে, অনেকদিন একসঙ্গে থাকার জন্য।

পেঙ্গুইন পাখি সঙ্গীকে ছেড়ে যদিও কোন কোন সময় দূরে যায়, তবে যতদূরেই থাকুক প্রিয় সঙ্গী থাকে তার মন প্রাণ জুড়ে। তার প্রেম যেন একজনেরই প্রাপ্য। এমন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশেষ করে রহকপার জাতের পেঙ্গুইন জোড়াদের একজন আরেকজনের চেয়ে কয়েক হাজার মাইল দূরে থাকলেও একে অপরের প্রতি থাকে বিশ্বস্ত ।

একসময় বিজ্ঞানীদের ধারণা করতেন,  সারস পাখিরা বোধ হয় একজন সঙ্গীতেই সন্তুষ্ট থাকে কিন্তু না পরে জেনেছেন ভিন্ন কথা। সারস মাইগ্রেশনের সময় তারা নাকি নতুন কোনো সঙ্গীকে সঙ্গে নিয়ে চলে যায় অনেকে।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে