শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৮:০৯

ভ্যাটের প্রত্যাহারে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

ভ্যাটের প্রত্যাহারে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর কলবাগান, সাভার ও সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষােভ মিছিল বের করে । টিউশন ফি’য়ের উপর ভ্যাট আরোপের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ধানমন্ডি এলাকায় বিক্ষোভ শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এর আগে শনিবার সকাল ১০টায় ধানমন্ডি ২৭ নম্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  এদিকে শনিবার বেলা ১১টার দিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আমরা আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একই দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। সবমিলেই এখন রাজপথ শিক্ষার্থীদের দখলে। তারা বলছেন, ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে