রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১২:০৮

কার ঘরে যাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের ট্রপি?

কার ঘরে যাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের ট্রপি?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ মানে অন্য রকম এক যুদ্ধ। ক্রিকেট বিশ্বের চোখ সর্বদাই সজাগ থাকে তাদের ম্যাচের দিকে। দুই পরাশক্তির মাঝে চলতি সিরিজটি বর্তমানে সবচেয়ে আলোচিত হয়ে আসছে। আলোচিত হওয়ার কারণও রয়েছে বটে। সেটি হলো এক ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা রয়েছে দুই দল। তাই পঞ্চম ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

আজ ম্যানচেস্টারে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পঞ্চম ম্যাচটি। যারা জিতবে, তাদেরই হাতে উঠবে সিরিজের ট্রফি।

আলোচিত ফাইনাল ম্যাচ নিয়ে মরিয়া ইংল্যান্ড দলপতি মরগান, ‘সিরিজ হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও এখন সিরিজ জয়ের দারুণ এক সুযোগ আমাদের সামনে। শেষ দুই ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে ছেলেরা। পঞ্চম ম্যাচেও এমন ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। আমদের লক্ষ্য ম্যাচ ও সিরিজ জয়।’

কম যান কিসে অজি অধিনায়কও। শেষ ম্যাচের ব্যপারে স্মিথ জানান, ‘অনেক আগেই সিরিজ জিতে নিতে পারতাম আমরা। কিন্তু সেটি নিজেদের ভুলেই পারিনি। তবে পঞ্চম ওয়ানডের আগে অতীত নিয়ে মোটেও ভাবতে চাই না। কারন সবকিছু নতুনভাবে শুরু হচ্ছে। পঞ্চম ম্যাচে ভালো খেলে সিরিজ জিততে চাই।’

ইংল্যান্ড স্কোয়াড (সম্ভাব্য): ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিঙ্গস, জনি বেয়ারস্তো (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, এ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস টেইলর, ডেভিড উইলি ও মার্ক উড।

অস্ট্রেলিয়া স্কোয়াড (সম্ভাব্য): স্টিভেন স্মিথ (অধিনায়ক), এ্যাস্টন আগার, জর্জ বেইলি, জো বার্নস, প্যাট কামিন্স, এ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জন হ্যাসটিংস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়েনিস ও ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক)। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইএসপিএন ক্রিক ইনফো -
১৩ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে