রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৬:০৩

ধাওয়ান-দ্রাবিড়ের কাছে যা শিখতে চান মুমিনুল

ধাওয়ান-দ্রাবিড়ের কাছে যা শিখতে চান মুমিনুল

স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে এবং দুইটি তিন দিনের ম্যাচ খেলতে সোমবার ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক মুমিনুল হকের লক্ষ্য সেখানে ভালো করা এবং শেখা। ধাওয়ান, রায়নার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিপক্ষে খেলবেন। যে দলের কোচ আবার রাহুল দ্রাবিড়ের মতো সাবেক ব্যাটিং জিনিয়াস।

কলকাতার একটি জনিপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষৎকারের মুমিনুল বলেন, এই সিরিজে ভারতের হয়ে শিখর ধাওয়ান, সুরেশ রায়নার মতো নামী ক্রিকেটাররা খেলবেন। মাঠের লড়াই তো থাকবেই, সেই সঙ্গে অনেক কিছু শেখাও যাবে।

মাঠে ধাওয়ানদের দেখে শিখবেন। সেই সঙ্গে গ্রেট দ্রাবিড়ের টিপসও নিতে ভুল করবেন না বাংলাদেশের সেরা ব্যাটসম্যানটি। মুমিনুল বলেন, আসলে সবসময়ই কিছু না কিছু শেখার চেষ্টা করি। আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি তার প্রতিপক্ষ কোচের নাম রাহুল দ্রাবিড়, তাকে সামনে পাব, আর টিপস নেব না , তা কি হয়?

টেস্টে দারুণ রেকর্ড তার। টানা ১১ ম্যাচে হাফসেঞ্চুরি।১৭ টেস্টে রান ১৪৫৬। গড় ৫৬। মানে একজন বড় ব্যাটসম্যানের ব্যাটিং গড় যেরকম হওয়া দরকার, মুমিনুলের আছে সেটাই। কিন্তু ওয়ানডেতে তার উপযোগিতা নিয়ে আছে অনেক প্রশ্ন।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে