সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৮:০১

১০৬ বছর পর আবারো দুই বাঁ-হাতি

১০৬ বছর পর আবারো দুই বাঁ-হাতি

স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। নিজেদের চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। যার ফলে ৮ উইকেটে জয় পায় স্মিথ বাহিনী।

গতকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের ক্রিকেট ইতিহাসে বিরল এক ঘটনা ঘটিয়েছে ইংল্যান্ড। ১০৬ বছর পর এদিন কোনো আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের বোলিং আক্রমণের শুরু করেছিলেন দুই বাঁ-হাতি পেসার।

আর এই বিরল ঘটনার সাক্ষী হয়েছেন দুই বাঁ-হাতি পেসার ডেভিড উইলি ও রিস টপলি। এদিন ওয়ানডে অভিষেক হয় ২১ বছর বয়সি টপলির।
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এবার নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল। সবশেষ এমনটা হয়েছিল ১৯০৯ সালে লর্ডসে, অ্যাশেজের দ্বিতীয় টেস্টে। ওই টেস্টে ইংল্যান্ডের বোলিং আক্রমণের শুরু করেছিলেন দুই বাঁ-হাতি পেসার জর্জ হিরস্ট ও জন কিং।
বাকি দুইবার ১৮৮৩ সালের অ্যাশেজে। ফেব্রুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বোলিংয়ের শুরু করেছিলেন দুই বাঁ-হাতি পেসার ডিক বার্লো ও ফ্রেড মরলি।

সিডনিতেই জানুয়ারিতে ওই সিরিজে আগের টেস্টেও ইংল্যান্ডের বোলিংয়ের শুরু করেছিলেন বার্লো-মরলি। পার্থক্য শুধু, তৃতীয় টেস্টে প্রথম ওভারটি করেছিলেন বার্লো, আর দ্বিতীয় টেস্টে মরলি। তথ্যসূত্রঃরাইজিং বিডি  

১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে