সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৯:০৫

প্রধান বিচারপতির বিরুদ্ধে চিঠি অশোভনীয় : মাহবুব

প্রধান বিচারপতির বিরুদ্ধে চিঠি অশোভনীয় : মাহবুব

ঢাকা : সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর চিঠি পাঠানো শোভনীয় হয়নি।

সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের সভাপতির রুমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরী চাইলে এ চিঠি সংসদের কাছে পাঠাতে পারতেন সমাধানের জন্য। কারণ বিচারপতি অভিসংশনের ক্ষমতা এখন সংসদ সদস্যদের হাতে।’

সুপ্রিমকোর্ট বার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দেবে না বলেও সাংবাদিকদের জানান এই আইনজীবী।

তিনি জানান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী অনেক মামলার রায় লিখে শেষ করেননি। বিচারপতি এখনো অনেক মামলার জাজমেন্ট দেননি বলেও মন্তব্য করেন তিনি।
   
রোববার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতির সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ, অসদাচারণের অভিযোগে তার অভিসংশন চেয়ে রাষ্ট্রপতি বরাবর একটি চিঠি পাঠান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকেও আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে