সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩১:৪১

ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা

ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা

ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে কাকলিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তিতুমীর কলেজের একদল ছাত্র।

সোমবার বেলা সাড়ে ১১টার পর বনানীর কাকলি মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টার দিকে কাকলি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিমানবন্দর সড়কে হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা সাড়ে ১১টার পর উত্তরার দিক থেকে সরকারি তিতুমীর কলেজের তিনটি বাস ওই এলাকায় এসে অবরোধে আটকে যায়।

এর পরপরই বাস থেকে নেমে একদল ছাত্র লাঠি ও বেল্ট হাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

অতর্কিত হামলায় সময় আন্দোলনকারী ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায় এবং অবস্থান ছেড়ে আশপাশের কামাল আতাতুর্ক সড়কের দিকে চলে যায়।

এরপর অল্প সময়ের জন্য যান চলাচল শুরু হলেও কিছুক্ষণ পর আবারও ফিরে এসে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রাখে। হামলার সময় পুলিশকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তিতুমীরের ছাত্রদের অভিযোগ তাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়ায় তারা এ হামলা চালিয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে