সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৬:২৮

যুক্তরাজ্যের চ্যানেল দেখাবে টাইগারদের খেলা

যুক্তরাজ্যের চ্যানেল দেখাবে টাইগারদের খেলা

স্পোর্টসে ডেস্ক: আগের মতো নেই বাংলাদেশ ক্রিকেট দল, দিন বদলেছেন টাইগাররা। বাংলাদেশ ক্রমেই বিশ্বক্রিকেটে একটা পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছ। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ব্যাপারে এখন আর নাক সিঁটকায় না কেউ। বরং অধীর আগ্রহী নিয়ে অপেক্ষা করে। আর সেই সুযোগটাই লুফে নিল যুক্তরাজ্যর কেন্দ্রিক ক্রীড়া চ্যানেল স্কাই স্পোর্টস।

২০১০ সালে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ। ২০১৫ বিশ্বকাপের পর পাকিস্তান-ভারতকে বাংলাওয়াশ করলেও, আজও তা অনেকেরই অজানা। কারণ সে সিরিজ প্রচারিত হয়নি বাংলাদেশ ও ভারতের বাইরে কোন চ্যানেলে। এমনকি জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজেরও বেশ কিছু ম্যাচ প্রচারিত হয়নি দক্ষিণ আফ্রিকার কোন চ্যানেলে। ইন্টারনেট স্ট্রিমিংই ছিল ভরসা।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের এখনো ঢের বাকি। আগামী বছরের শেষ দিকে, সম্ভবত নভেম্বরে এদেশে সফর করবে ইংল্যান্ড। খেলবে দুই টেস্ট আর তিন ওয়ানডে। কিন্তু এক বছরেরও বেশি সময় আগে সেই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিল তারা। ফলে আগামী ইংল্যান্ড–বাংলাদেশ সিরিজ যে বিশ্বের সব মানুষই একসাথে উপভোগের সুযোগ পাবে।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে