মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৮:২০

মক্কা দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরান মহাকাশ বিজ্ঞানী

মক্কা দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরান মহাকাশ বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ইরানী হাজীদের মধ্যে দেশটির শীর্ষস্থানীয় একজন মহাকাশ বিজ্ঞানীও রয়েছেন।

ইরানের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ওয়ায়েজি সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মক্কায় যে আটজন ইরানি হাজী নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের বোর্ড মেম্বার অধ্যাপক ড. আহমাদ হাতামি। তার মৃত্যুতে মন্ত্রী মাহমুদ ওয়ায়েজি গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ইরানের হাই কাউন্সিল অব কালচারাল রেভ্যুলেশনও ড. হাতামির মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং শোক জানিয়েছে বিবৃতি দিয়েছে।  

গত শুক্রবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বজ্রপাতের মধ্যে মসজিদুল হারামের ছাদে ক্রেন ভেঙে পড়লে অন্তত ১০৭ জন হাজী নিহত ও ২৩৮ জন আহত হন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং স্পিকার ড. লারিজানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সূত্র: রেডিও তেহরান
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে