বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৫:০২

আওয়ামী লীগে বিলীন ১৩ দল!

আওয়ামী লীগে বিলীন ১৩ দল!

নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগে কার্যত বিলীন হয়ে যাচ্ছে জোটভুক্ত অপর ১৩ দল! আওয়ামী লীগের নেতৃত্বে টানা দু’বার ক্ষমতাসীন হলেও এখনো নিজেদের অস্তিত্ব জানান দিতে পারছে না শরিক দলগুলো। নেই কোনো দৃশ্যমান দলীয় কিংবা জাতীয় কর্মসূচিও। তিনটি ছাড়া ১৪ দলের অধিকাংশই অস্তিত্ব সংকটে ভুগছে।

মাঝেমধ্যে জোটভুক্ত কর্মসূচিতে দেখা মিললেও আবার হারিয়ে যাচ্ছে। মূলত রাজনৈতিক দল হিসেবে কাগজেই সীমাবদ্ধ ১৪ দল, নেই সাংগঠনিক কর্মসূচি নেয়ার মতো দক্ষতাও।

মূলত ১৪ দলীয় জোট এখন শুধু কাগজে এবং মুখেই বিদ্যমান। ১৪ দল এখন ১২ দলে পরিণত হয়েছে। ১৪ দলের মতানৈক্যের কারণে গণফোরাম, সিপিবি অনেক আগেই জোট থেকে বেরিয়ে গেছে। ১২ দল হলো- আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (একাংশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দল (একাংশ), গণ-আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টির একাংশ, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ তরিকত ফেডারেশন।

এরমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে।  এ তিন দলের প্রধানরা মন্ত্রিসভায় থাকলেও তাদের সাংগঠনিক অবস্থা খুবই নাজুক। মন্ত্রিত্ব পেয়ে সরকারি কাজে ব্যস্ত থাকলেও তারা দলকে তেমন কোনো সুফল দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে দলের ভেতরেই। বাড়াতে পারেননি সংগঠনের জনপ্রিয়তা।

সূত্র মতে, টানা দু’মেয়াদে ক্ষমতাসীন হলেও শরীক দলের অধিকাংশ দলই আওয়ামী লীগের সহযোগি অনেক ভুঁইফোঁড় সংগঠনের চেয়েও দুর্বল। দু’তিনটি ছাড়া বাকিদের নেই পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটিও। মহানগর, জেলা, উপজেলা কমিটির কথা চিন্তাই করা যায় না। এরা নামসর্বস্ব সংগঠনই রয়ে গেছে। অনেকেরই নেই বসার মতো কার্যালয়। এরমধ্যে সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, গণআজাদী লীগ উল্লেখযোগ্য। এসব দলের সভাপতি আছেন, তো সাধারণ সম্পাদক নেই। আবার সাধারণ সম্পাদক আছেন, তো সভাপতির হদিস নেই। মূলত এক-দুজনেই সীমাবদ্ধ এ সব দল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টানা দু’বার ক্ষমতার স্বাদ পাওয়ার পরপরই দল সংগঠিত করতে না পারা তাদের জন্য চরম বিপর্যয়। নেতৃত্বের অভাবে এমনটা হচ্ছে। একটা ক্লাব বা সংগঠনও এসব দলের চেয়ে ভালো করছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, কমিউনিস্ট কেন্দ্রের নেতৃত্বে রয়েছেন আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অসিত বরণ রায়। একমাত্র গোপালগঞ্জ, কুমিল্লা জেলায় এ দলের অস্তিত্ব পাওয়া গেছে।

কমিউনিস্ট কেন্দ্র’র যুগ্ম-সাধারণ সম্পাদক অসিত বরণ রায় এ প্রতিবেদককে বলেন, ১৪ দলের কর্মসূচিই আমাদের কর্মসূচি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সদা জাগ্রত রাখতে আমরা কাজ করি।

সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দলের অবস্থা একেবারেই নাজুক। এ দলের জেলা কমিটি রয়েছে মাত্র ৪টি।

গণতান্ত্রিক মজদুর পার্টি অস্তিত্বশূন্য। আহবায়ক জাকির হোসেন এ দলের একমাত্র কা-ারী। নেই অফিস বা কোনো কমিটি। বাসদের একাংশও চলছে একইভাবে। আহবায়ক রেজাউর রশিদ চালান এ দলটি। নিজ দলের কর্মসূচি নেওয়ার মতো নেই কোনো সাংগঠনিক শক্তি।

বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান বলেন, বাসদ ১৪ দলের কর্মসূচির বাইরেও বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

গণআজাদী লীগ রাজধানীর মালিবাগের সাইনবোর্ড সর্বস্ব একটি অফিস ব্যবহার করলেও দৃশ্যমান কার্যক্রম নেই। কেবল আওয়ামী লীগের তত্বাবধানে ১৪ দলভুক্ত কর্মসূচিতে নিজেদের জানান দেন এ দলের কয়েক নেতা। এরা হলেন, ভারপ্রাপ্ত সভাপতি এসকে শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান।

আতাউল্লাহ খান দাবি করেন, চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জসহ গণআজাদী লীগের ৮টি জেলা কমিটি রয়েছে এবং তার দল রাজনৈতিক মাঠে সক্রিয়।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন বলেন, গণতন্ত্রী পার্টি একটি উৎফুল্ল দল এবং সংগঠিত। ১৪ দলের বাইরেই আমরা সভা-মানববন্ধন করে থাকি। আমাদের কেন্দ্রীয় কমিটি ছাড়াই ৩৩টি জেলা কমিটি রয়েছে।

জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, জাসদ সব সময় মাঠে সক্রিয়। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে জাসদ ভূমিকা রাখছে। সারাদেশেই আমাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে।

জোটভুক্ত দলের অস্তিত্ব সংকট প্রসঙ্গে ১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস বলেন, অফিস না থাকাকে মুক্তবাজার অর্থনীতিতে আমি ভালোভাবেই দেখছি। গণতান্ত্রিক ও ন্যায়পরায়ন সমাজ প্রতিষ্ঠায় আদর্শবাদী সংগঠন এবং নেতাই জরুরি, অন্য কিছু নয়।-ভোরের পাতা
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে