বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:০৭

পাক টি২০ সুপার লিগে দেখা যাবে সেই গেইল ঝড়

পাক টি২০ সুপার লিগে দেখা যাবে সেই গেইল ঝড়

স্পোর্টস ডেস্ক :  কাতারের রাজধানী দোহায় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এই টুর্নামেন্টে খেলতে নিজের ‘সম্মতি’ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।

টুর্নামেন্টে দেশি ক্রিকেটার ছাড়াও বিদেশি ৮০ জন ক্রিকেটারকে নেওয়ার ইচ্ছে আছে পিএসএল কমিটির। ইতোমধ্যে ২০ থেকে ২৫ জন ক্রিকেটারের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে তারা।

পিএসএল বোর্ডের প্রধান কর্মকর্তা নাজাম শেঠি জানান, ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার গেইলের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। পিএসএলে সে খেলার ব্যাপারে আশা প্রকাশ করায় আমরা দারুণ খুশী।

শেঠির অধীন পিএসএল বোর্ড প্রথমবারের মতো টি-২০’র আসরটি বড় করে চালু করতে চায়। এর আগে দেশটির কিংবদন্তি তারকা ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে এ আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে