বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৮:৩২

আলোচিত সেই কাজলা দিদি এবার সিনেমায়

আলোচিত সেই কাজলা দিদি এবার সিনেমায়

বিনোদন ডেস্ক : বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই’—কবি যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’ কবিতাটির কথা মনে আছে নিশ্চয়? অবশ্যই মনে থাকবেই না কেনো! এ কাজলা দিদি পড়ে নি এমন লোক খুঁজে পাওয়া ভার। তাই না?

‘কাজলা দিদি’ কবিতাটি পড়তে পড়তে সকলেই কোথায় যেনো হারিয়ে যেতাম। কি এক ভালোলাগা। কষ্ট। হৃদয়ের মাছে দোল খেয়ে যেতো। এবার সেই ‘কাজলা দিদি’ নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা সুজন বড়ুয়া।

কবিতার নামেই রাখা হয়েছে ছবিটির নাম ‘কাজলা দিদি’। তথ্যগুলো দিলেন ছবির পরিচালক সুজন বড়ুয়া। ছবিতে মুখ্য চরিত্র কাজলের ভূমিকায় অভিনয় করবেন নবাগত অভিনেত্রী মৌ খান। আর তার সঙ্গে আরও অভিনয় করবেন ইমন।

কাজলা দিদি ছবির চিত্রনাট্য তৈরি করেছেন মমর রুবেল। ছবির পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘গল্পে দেখা যাবে বড় বোন কাজলের প্রতি ছোট বোন মনির অগাধ ভালোবাসা। কাজল মারা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ছোট বোন মনি। এরপরই ছবিটি অন্যদিকে মোড় নেয়।’

‘কাজলা দিদি’ কবিতাটি ধরে চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী হলেন কেন? এমন প্রশ্নের জবাবে সুজন বড়ুয়া বলেন, বাবার আগ্রহ থেকেই তিনি কাজলা দিদি নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছেন।

পরিচালক জানান, ছবির অভিনয়শিল্পীদের নিয়ে কর্মশালা করা হচ্ছে। আগামী নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে