বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৪:৫৩

এবার ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ভ্যাট প্রত্যাহারের দাবি

 এবার ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ভ্যাট প্রত্যাহারের দাবি

ঢাকা : এবার ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি উঠেছে। এই দাবি জানিয়েছেন কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এই দাবিতে তাঁরা আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকায় সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করছেন।

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল,সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও মানববন্ধনে অংশ নেন।

তাঁদের অভিযোগ, ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের আগে থেকেই সাড়ে চার শতাংশ ভ্যাট দিতে হতো। এবার তা বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে তাঁরা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তবে তাঁরা এবার শুধু বর্ধিত ভ্যাট নয়, পুরো ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘এমনিতেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার খরচ বেশি। সরকার যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করেছে, তাই আমরা দাবি জানাচ্ছি ইংরেজি মাধ্যম স্কুলের ওপর আরোপিত ভ্যাটও প্রত্যাহার করা হোক।’ অন্যথা তারা কঠোর আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে