বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৩:৫৪

কনকর্ডের ১৮ তলা যাচ্ছে এতিমখানায়

কনকর্ডের ১৮ তলা যাচ্ছে এতিমখানায়

ঢাকা : রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় হাউজিং প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি করা ১৮ তলা ভবন এতিমখানাকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

 

কনকর্ডের দখল বাজেয়াপ্ত ঘোষণা করে আগামী ৩০ দিনের মধ্যে ১৮ তলা ভবনটি হস্তান্তর করার নির্দেশ দেন আদালত।

 

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। এতিমখানার সুপারিনটেনডেন্টের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।

 

আদালত এতিমখানা রক্ষায় চার দফা নির্দেশনা দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

১৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে