বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:৪২

সমতা আদায়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

সমতা আদায়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টপঅর্ডারদের ব্যর্থতার ফসল হিসেবে ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর সেই ব্যর্থতার জন্যে কিছুটা হলেও ক্ষুব্ধ কোচ হিথ স্ট্রিকও। তিন ম্যাচের সিরিজের সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।


অনেক আশা নিয়ে বাংলাদেশ দল ভারত সফর করলেও ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করে তাদের  সিরিজ। ব্যাঙ্গালুরে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। ভারত ব্যাটিং-এ নেমেই বাংলাদেশি বোলারদের রীতিমত তুলোধুনো করে ৩২২ রানের পাহাড়সম বিশাল স্কোর ছুড়ে দেন মুমিনুলদের সামনে। তাদের ব্যাটিংয়ের কাছে অসহায়ত্ব বরণ করে তাসকিন-শফিউলরা।

৩২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ৮৭ রানেই ছয় উইকেট হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে যায় বাংলাদেশ দল। এর পর নাসির-লিটন হাল ধরলেও শেষ রক্ষা পায়নি বাংলাদেশ। ফলে  ২২৬ রানে শেষ হয়ে যায় তাদের স্বপ্নের সিরিজের প্রথম ম্যাচ। তাই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের পর আগামী ২০ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষেই একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচও খেলবে সফরকারীরা।

কর্ণাটকের বিপক্ষে ২২ সেপ্টেম্বর প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।

১৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে