বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫০:৩২

দুধ খাচ্ছে কুকুরের মুখ থেকে উদ্ধার হওয়া নবজাতক

দুধ খাচ্ছে কুকুরের মুখ থেকে উদ্ধার হওয়া নবজাতক

ঢাকা : কুকুরের মুখ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দুধ খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাকে নল দিয়ে ১ মিলি পরিমাণ দুধ তাকে খাওয়ানো হয়েছে।  

এতে তার শারীরিক অবস্থার কোনো সমস্যা না দেখা দেয়ায় চার ঘণ্টা পর পর সমপরিমাণ দুধ খাওয়ানো হবে।

ডিএমসির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন নবজাতকটির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৯ সদস্যের চিকিৎসা বোর্ড গঠন করেছে।  বোর্ডের প্রধান ও হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবিদ হোসেন মোল্লা শিশুটির শারীরিক অবস্থা নিয়ে এসব তথ্য জানান।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।  তবে নতুন করে জন্ডিসের সমস্যা দেখা দিয়েছে তার।  মুখ ও হাতের ক্ষতে সংক্রমণের ঝুঁকি এখনো আছে।

৯ সদস্যের বোর্ডের পরামর্শ অনুযায়ী শিশুটির চিকিৎসা চলছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকায় জঙ্গলে কুকুরের মুখ থেকে উদ্ধার করে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  বাচ্চারা সেখানে খেলাধুলা করার সময় শিশুটির কান্না শুনতে পায়।  

তারা এগিয়ে দেখে, নবজাতকটি কুকুরের মুখে।  শিশুদের দেখে কুকুরটি পালিয়ে যায়।  পরে সেখানকার জাহানারা বেগম নামের এক মহিলাকে বিষয়টি জানালে তিনি নবজাতককে উদ্ধার করে ঢামেকে ভর্তি করান।  

শিশুটির মুখ ও হাতের দুটি আগুল কুকুর কামড়ে খেয়ে ফেলেছে।
১৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে