শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৫:৩৭

ব্যাঙ্গালুরুতে নাসির ঝড়, জয় পাবে বাংলাদেশ!

ব্যাঙ্গালুরুতে নাসির ঝড়, জয় পাবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : ভারতের চেন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার মাঠে নামে টাইগার বাহিনী। এ দিন অন্যরা সবাই যখন পরাস্ত তখন দায়িত্ব কাঁধে নাসির হোসেন। নাসির হোসেনের মারকুটে ব্যাটিংয়ে হতাশ হয়ে পড়ে ভারতীয় বোলাররা। দিনটি যেন ছিল নাসির হোসেনের। কোনো যোগ্য সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না নাসির হোসেন।

ধারনা করা হয় নাসির অপরাজিত থাকলে ও বিপরীত শিবিরের সবাই প্যাবিলিয়নে ফিরলে ভারতের ইচ্ছাটাই তো পূরণ হবে। নাসিরকে সবচেয়ে ভাল সঙ্গ দেন লিটন দাস। ৪৫ রান করেন লিটন। সানি ১৭ রান করে নাসিরকে সঙ্গ দেন। এর পরে ৪ রান করে নাসিরের বিপরীত পাশ থেকে প্যাবিলিয়নে ফিরেন সাইফুল।

শেষ পর্যন্ত ৫০ ওভার খেলা শেষে অপরাজিত থাকেন রুবেল ও নাসির হোসেন। দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫২ রান। অন্যদের চরম ব্যর্থতার দিকে একমাত্র হাসি ছিল নাসিরের ব্যাটে।

শুরু থেকে ব্যাটে ঝড় ধরে রাখেন নাসির। করেন ১০২ রান। ১২ টি চার ও একটি ছয়ে ইনিংস সাজান তিনি। আর নাসির ঝড়েই মোটামুটি সন্মান রক্ষা হয় বাংলাদেশের।

ধকলের পর সন্মান তো রক্ষা হলো আর এবার ম্যাচ জিতবে কি বাংলাদেশ! হয়তো ঘণ্টা দুয়েকের অপেক্ষা এ জন্য।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে