শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৪:৩৬

আজ নিলীমার বিয়ে

আজ নিলীমার বিয়ে

নিলয় আহসান নিশো(বৃষ্টিহীন বর্ষাকাল) :-ডাক্তার সাহেব যেভাবেই পারেন আমার নিরু & আমার মেয়ে কে বাঁচান।
:-আজকের মধ্যেই অপারেশন করতে হবে আপনার স্ত্রী এর।আপনার স্ত্রী ৮মাস এর অন্তঃসত্তা তার উপর তার ২টা কিডনি নষ্ট।
:-তো এখন কি করতে হবে?
:-কিডনি পাওয়া যায়নি।আর একটা কিডনি হলেও আপনার স্ত্রী কে বাঁচানো যাবে না।
২টা কিডনি লাগবে।
:-আপনি অপারেশন এর ব্যবস্থা করেন আমি কিডনি এর ব্যবস্থা করছি।
.
.
কথা হচ্ছিল নিলয় ও ডাক্তার এর মধ্যে। নিলয় এর স্ত্রী নিরুপমা। ২বছরের সংসার তাদের।4বছর প্রেমের পর পারিবারিক ভাবে বিয়ে।নিরুপমা ৮মাস এর অন্তঃসত্তা।কিন্তু সমস্যা হল নিরুপমার ২টা কিডনি বিকল হয়ে গেছে।তাই ডাক্তার তাকে বাচ্চা সহ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গত ৯দিন থেকে কিন্তু এখন কিডনি না পেলে আর তাকে বাঁচানো সম্ভব নয়।
.
.
রাত ৯টা
নিরুপমার অপারেশন শুরু হবে।
কিডনি পাওয়া গেছে।নিরুপমার অপারেশন শেষ হল।একসাথে ২টা অপারেশন।
কিডনি অপারেশন & সিজারিয়ান। নিরুপমা একটা ফুটফুটে চাঁদেরকণার মত মেয়ের জন্ম দিয়েছে।এখন মা মেয়ে সবাই সুস্থ আছে।
কিন্তু নিলয় কে কোথাও পাওয়া যাচ্ছে না।
নিরুপমা নিলয় এর কথা জানতে চাইলে ডাক্তার তাকে একটা চিরকুট দিয়ে চলে যায়।
.
.
নিরুপমা পড়তে থাকে
প্রিয় নিরু,
তুমি যখন চিরকুট টা পড়ছ।তখন আমি ইহজগৎ এ আর নেই।জানো আজ আমার মেয়ে হয়েছে? এখন জানতে ইচ্ছে হচ্ছে আমি কিভাবে আমার মেয়ে জন্মের আগেই জানি?
আসলে এই মেয়েটা আমার স্বপ্নে পাওয়া। আমি জানতাম আমার মেয়ে হবে।আমার মেয়েটাকে একটু আদর করে দাও তো।
জানো নিরুপমা?  তোমার ২টা কিডনি নষ্ট ছিল ডাক্তার রা কিডনি খুজে পাচ্ছিলেন না।বাধ্য হয়ে আমার ২টা কিডনি তোমাকে দিতে হইছে।আজ তুমি আমার স্বপ্ন পুরন করেছ। আমাকে বাবা বানিয়েছ আজ আমি অনেক খুশি কিন্তু কষ্ট একটা আমি আমার মেয়েটাকে কোলে নিতে পারলাম না।
আর হ্যা ডাক্তার রা আমার ২টা কিডনি নিতে চাচ্ছিল না।কিন্তু কেন নিতে বাধ্য হল জান? কারন আমি ওই কিডনি না নিলেও আর বড়জোর ৬মাস বাঁচতাম।
আমার মাথায় ইন্টারনাল ব্লেডিং এর জন্য আমার মৃত্যু অবধারিত ছিল যা তোমাকে বলি নাই কখনই।ডাক্তার কে ওই রিপোর্ট দেখাতেই ডাক্তার রাজি হল।আমার মেয়েকে দেখে রেখো। তোমার কাছে রেখে গেলাম।আমার মেয়ের নামটা কিন্তু ওই টাই রাখবা।
★★নিলীমা★★
ওকে অনেক বড় করবা,  আমার মেয়েকে অনেক ভাল ডাক্তার বানাবে। যেন তার বাবার মত অন্য মানুষ কে অকালে প্রান দিতে না হয়। আমার মত যেন ভুল চিকিৎসায় কেউ পতিত না হয়।অনেক ভাল ঘরে বিয়ে দিবা।ওকে বলনা যে তার বাবা নিরুপায় হয়ে কাপুরুষ এর মত তোমাদের একা করে চলে গেছে।যদি কখনও জানতে পারে সেদিন সুধু বল তার বাবা তাকে অনেক ভালবাসে, নিজের জীবনের চেয়েও বেশি।কিন্তু সেদিন তার বাবা নিরুপায় ছিল।

                                                 ইতি
                                        নিলীমার বাবা
.
.
চিঠিটা পড়ছিল আর কোথায় যেন হারিয়ে গেছিল নিরু, হঠাত নিলীমার ডাকে সম্বিত ফিরল নিরু'র।নিরু তড়িঘড়ি চিঠিটা লুকাতে গিয়েও পারলো না।নিলীমা দেখে ফেললো।তার আম্মুর কাছে নিয়ে চিঠিটা পড়তে লাগলো। আজ নিলীমা বুঝতে পারলো কেন তার বাবার কথা তার মা বলে না।কেন তার বাবা নেই।তার বাবা কেমন ছিল।
চিঠিটা পড়তে পড়তে নিলীমাও কেঁদে ফেললো।
.
.
হ্যা
আজ নিলীমার বিয়ে।নিরু তার মেয়েকে অনেক ভাল ডাক্তার বানিয়েছে।আজ নিলীমা DMCH এ টপ নিউরো সার্জন। সারাদেশব্যপী যার সুনাম।তারই সহকর্মী এক ডাক্তার এর সাথে আজ তার বিয়ে দিচ্ছে নিরুপমা।আজ সে তার স্বামীর সব আদেশ, সব  ইচ্ছা, সব স্বপ্ন পুরন করছে।আজ সে ভারমুক্ত।আর আজ নিরুপমা নিলীমার বিয়েতে সবথেকে বড় উপহার দিবে।
আর সেটা হল অতি যত্নে লুকিয়ে রাখা নিলয় এর একটা ছবি।
নিলীমা সেটা পেয়ে নিজেকে পৃথিবীর সেরা সুখি মনে করছে।আজ প্রথম সে তার বাবাকে দেখছে।......
.
.
দোয়া করবেন আমার মেয়ে।আমার কলিজার টুকরা নিলীমার জন্য।সে যেন সুখে সংসার করে আজিবন।........
.
.
উৎসর্গঃ নিলীমার মা নিরুপমা কে।ভাল থেকো নিরু।নিলয় বিদায় নিল তোমার থেকে চিরতরে।
(সম্পাদক দায়ী নয়)
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে