শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৫:৩৩

চুরির ঘটনায় ফিফায় হট্টগোল!

চুরির ঘটনায় ফিফায় হট্টগোল!

স্পোর্টস ডেস্ক : আবারও ব্যাকফুটে ফিফা। পুকুর চুরির ঘটনায় ফিফায় তুমুল হট্টগোল। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থায় নতুনকরে টিকিট দুর্নীতির আঁচ এসে পড়ল। ফিফা তাদের সেক্রেটারি জেনারেল জেরম ভালকেকে সাময়িক নির্বাসনে পাঠিয়েছে।

ব্রাজিল বিশ্বকাপের টিকিট অবৈধভাবে বিক্রি করে বিশাল অংকের টাকা লাভ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই জেরমের বিরুদ্ধে তদন্তকারী দল তৈরি করেছে ফিফা। যতদিন না সেই দলের রিপোর্ট হাতে আসছে ততদিন জেরমকে ছুটিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ফিফার তরফে।

ফিফা অন্দরের খবর, ফের ব্লাটার ঘনিষ্ঠ একজনের দুর্নীতি যোগ নতুন করে চিন্তা বাড়িয়েছে। ফিফায় দ্বিতীয় মাথা হিসাবেই পরিচিত জেরম। ইতিমধ্যেই ফিফার দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে আমেরিকা ও সুইস তদন্তকারী দল। দুর্নীতির দায় নিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট সেপ ব্লাটার।

জানা গিয়েছে, জেরমের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার হয়েছে ইজরায়েলের ফুটবলার বেনি অ্যালোনের কথায়। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের খেলা দেখার জন্য তাকে মোটা টাকা দিতে হয়েছিল। আর সেই সব টাকাই নিয়েছিলেন জেরম ভালকে। আনন্দবাজার
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে