শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৭:৫৬

তাজমহলের সিঁড়ি থেকে পড়ে জাপানি নাগরিকের মৃত্যু

তাজমহলের সিঁড়ি থেকে পড়ে জাপানি নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আগ্রার তাজমহল দেখার ইচ্ছা অনেকেরই রয়েছে। কিন্তু এই তাজমহল দেখতে গিয়ে মৃত্যু হয়েছে জাপানের এক পর্যটকের। বৃহস্পতিবার তাজমহলের মনুমেন্ট থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন জাপনের নাগরিক এইচ ইউদা। এই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতেলে ভর্তি করা হয়। আজ শুত্রবার সেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইচব ইউদা।

পুলিশ সুত্রে খবর, চলতি সাপ্তাহের শুরুর দিকে তাজমহলে বেড়াতে আগ্রায় আসেন জাপনের নাগরিক এইচ ইউদা ও তার আরেক বন্ধু। তারা আগ্রা ফোর্ট ও ফতেপুর সিক্রি পরিদর্শনের পর তাজমহলের ভিতরের মনুমেন্ট পরিদর্শন করছিলেন। আর তখনি হঠাৎ সিঁড়ি থেকে পড়ে মাথায় চােট পায় এইচ ইউদা।

ইতিমধ্যেই নয়াদিল্লির জাপানি দূতাবাসে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ সন্ধানে তদন্ত করতে চায় জাপান।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে