শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৪:৩৪

ব্রাজিলের দল ঘোষণা, যে কারণে বাদ পড়লেন নেইমার

ব্রাজিলের দল ঘোষণা, যে কারণে বাদ পড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিল নিজ দেশে ২০১৪ সালের বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি। তাই ২০১৮ সালের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কার্লোস ডুঙ্গার দলটি। এরই মধ্য তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল ঘোষণা করেছে। তবে ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন নেইমার ও কাকা।

আগামী ৮ অক্টোবর চিলি এবং ১৩ অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে বাছাই পর্বের দুই ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় চার ম্যাচের জন্য সাসপেন্ড হওয়ায় জাতীয় দলের পক্ষে খেলতে পারছেন না নেইমার। তাই তাকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল।

এদিকে, ২০১৮ সালের ১৪ জুন রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের পরের আসর। তারই এক হাজার দিবসের কাউন্টডাউন আজ। মস্কোর রেড স্কোয়ারে ইউরো-ফুটবলের চার পাওয়ার হাউস ইতালি, রাশিয়া, জার্মানি ও স্পেইনের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের একদিনের টুর্নামেন্ট দিয়ে শুরু হবে কাউন্টডাউন এর অনুষ্ঠান।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে