শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৫:৪৪

ক্রিকেটের বিরল ইতিহাস, তিন জোড়া জমজের একদিনে একই দলে অভিষেক হয়েছিল

ক্রিকেটের বিরল ইতিহাস, তিন জোড়া জমজের একদিনে একই দলে অভিষেক হয়েছিল

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে কত কিছুই না ঘটে। তবে ক্রিকেটে অনেক ঘটনার মধ্যেও এমন কিছু বিরল ঘটানা রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। বিরল সেই ঘটনাগুলো মধ্যে অন্যতম ঘটনা হলো তিন জমজ ক্রিকেটারের।

ক্রিকেটের ইতিহাসে এক সময়ের শক্তিশালী ক্রিকেট টিম ছিলো আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এই দলটির ক্রিকেট ইতিহাসে একটা দিন ছিল, যেদিনটিতে একদিনে এক সাথে তিন জমজ ক্রিকেটার অর্থ্যা ছয়জন ক্রিকেটারের অভিষেক হয়েছিল।

১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে প্রথম কোন টেস্ট দল ছিল যাদের একই দিনে একই সাথে তিন জোড়া জমজ খেলেছিল। তারা হলেন এন্ডি ফ্লাওয়ার-গ্রান্ট ফ্লাওয়ার, ব্রায়ান স্ট্রাং-পল স্ট্রাং ও গাভিন রেনি- জন রেনি।

এভাবে ক্রিকেট বিশ্বের আর কোন দেশের একই সাথে একই দিনে জমজ ভাইদের খেলতে দেখা যায়নি।
সূত্র- আইসিসি
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে