শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৭:৫১

সাকিবের সামনে বিরল রেকর্ডের হাতছানি

সাকিবের সামনে বিরল রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে আরো একটি বিরল রেকর্ডের হাতছানি। মূলত ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার বোলারের তালিকার অভাব নেই। কিন্তু টেস্ট খেলুড়ে নয়টি দেশের প্রত্যেকটির বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এমন বোলার কতজন আছেন বলেন তো? শুনলে অবাক হতে হয়, মাত্র দুজন! তবে আশার কথা, তৃতীয়জন হতে পারেন বাংলাদেশ তথা বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়া বাদ দিলে টেস্ট খেলুড়ে বাকি সব দলের বিপক্ষেই পাঁচ উইকেট বা ততোধিক উইকেট রয়েছে সাকিবের। অপেক্ষা এবার প্রোটিয়া পেসার ডেল স্টেইন ও লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরলিধরনের পাশে নিজের জায়গা করে নেওয়ার।

সাকিব নিজেও ব্যাপারটি মাথার রাখছেন, পরিকল্পনা করছেন। দৈনিক ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘ব্যাপারটা মাথায় আছে। ভালো মতোই মনে আছে। এভাবে লক্ষ্য ঠিক করে তো পাঁচ উইকেট নেওয়া যায় না। তবে যেহেতু একটা উল্লেখযোগ্য ব্যাপার, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় এটা মনে থাকবে।’

মজার ব্যাপার হলো, সাকিব নিজেও জানেন না কি কীর্তি গড়তে চলেছেন তিনি। যখন জানলেন মাত্র দুজন ক্রিকেটার এই তালিকাতে রয়েছেন, বেশ অবাক হয়েই বলেছিলেন, ‘বলেন কী! এতো কম বোলার পেরেছে? তাহলে তো...’

দুই টেস্টে চার ইনিংস। ধরেই নেওয়া যায়, চেষ্টার ত্রুটি করবেন না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হিসেবে পরিচিত এই ক্রিকেটার। কেমন হবে সেই মুহুর্তটা? জানা গেলো সাকিবের মুখেই,

‘খুবই আনন্দ পাবো। কে জানে, কিছু একটা করেও ফেলতে পারি আনন্দে! এটা অনেক বড় অর্জন হবে, তাই না?’
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে