শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২২:৩৬

যেভাবে বাবাসহ ব্যাংক কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা

যেভাবে বাবাসহ ব্যাংক কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা

নিউজ ডেস্ক : সেপটিক ট্যাঙ্ক থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার খুলনার লবনচরার মোহাম্মদ নগর সংলগ্ন বুড়ো মৌলভীর দরগা এলাকায় ইলিয়াস হোসেনের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইলিয়াস হোসেন (৭০) ও পারভীন সুলতানা (২৬)। পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার।

নিহত ইলিয়াস হোসেনের ছেলে রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে তার বড় বোন মোবাইলে জানায় বাবা ও পারভিন সুলতানার ফোন দীর্ঘক্ষণ ধরে বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি দ্রুত বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন। এই সময় সে বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা মারা।

পরে রেজাউল ও তার এক বন্ধু ভিতরে প্রবেশ করে ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো দেখতে পায়। পরে বাড়ির সেফটিক ট্যাঙ্কে বাবা ও বোনের দেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মৃত দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন।

খুলনার সহকারী পুলিশ কমিশনার জিয়া উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে ডাকাত দল বাড়িতে প্রবেশ করার পর তারা বাধা দিয়েছিলো। এরপর তাদের শ্বাসরোধ করে মেরে বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়। তবে ডাকাতরা কী পরিমান মালামাল বা অর্থ লুট করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আলামত সংগ্রহ করছে। নিহত বৃদ্ধ ইলিয়াস হোসেনের গলায় ফাসের দাগ রয়েছে। ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানার দেহ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে