শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৬:৫৯

তাসকিন ভক্তদের জন্য আরো দুঃসংবাদ

তাসকিন ভক্তদের জন্য আরো দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন পর ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর। ভারত সফরটা সফল করতে পারল না বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবারে বেঙ্গালুরুতে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ ওভার বল করেন তাসকিন। এরপর তাকে সরিয়ে বোলিং আনা হয় নাসির হোসেনকে। কিছুক্ষণ পর বোর্ড সূত্রে জানান, সাইড স্ট্রেইনের কারণে তাসকিনের ভারত সফর শেষ।

পুরনো সেই ইনজুির ব্যথা নিয়ে স্বপ্নভঙ্গ এই তরুণ পরের দিন ফিরে আসেন বাংলাদেশে। আজ শনিবার এসেছিলেন বিসিবির চিকিৎসক দেবশীষ রায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু ভালো খবর মেলেনি। আবারো প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে উদীয়মান এই টাইগারকে।

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে ডা. দেবাশীষ রায়ের জানান, তিন-চার সপ্তাহের আগে ফেরা হবে না তাসকিনের। এখনো কোনো স্ক্যান করানো হয়নি তাসকিনের শরীরে। তবে সোমবার করানো হবে বলে জানালেন তিনি।

দেবাশীষ রায় আরও বলেন, স্ক্যান করার পর বোঝা যাবে তার ইনজুরির বিষয়ে। তবে তাসকিনকে দেখে বেশ ভালো ব্যথাই পেয়েছে। এখন তেমন কিছু করার নেই তাসকিনের। বিশ্রামে থাকতে হবে তাকে।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস আবারো নতুন করে ইনজুরতিে পড়ছেনে জাতীয় দলরে উদীয়মান পসোর তাসকনি আহমদে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে