সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৩:৩৩

কাগজ থাকলে ফুল, না থাকলে আটক

কাগজ থাকলে ফুল, না থাকলে আটক

হবিগঞ্জ : হবিগঞ্জ সদর থানায় কাগজপত্র না থাকায় রোববার ৩২টি মোটরসাইকেল আটক করা হয়। তবে যাদের কাগজপত্র সঠিক পাওয়া গেছে, তাদের রজনীগন্ধা ফুল দিয়ে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে রোববার সিলেটের হবিগঞ্জে ৩২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার পাশে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রর উপস্থিতিতে মোটরসাইকেল আটক অভিযানে পরিচালনা করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, অভিযানকালে যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায় তাদের রজনীগন্ধা ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে। কাগজপত্র না থাকায় ৩২টি মোটরসাইকেল আটক করা হয়। লাইসেন্স না থাকায় ১০টি মামলা দায়ের করা হয়েছে।
২৭ জুলাই, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে