সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৫:৩৪

জীবননগরে কৃষকের মাথায় হাত

জীবননগরে কৃষকের মাথায় হাত

আব্দুল্লাহ আল মাসুম (জীবননগর প্রতিনিধি): সারাদেশের মত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় টানা বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ করছে । অনান্য জেলার চেয়ে  এ জেলার জীবননগর উপজেলাটি অপেক্ষাকৃত উচু  ভূমি হওয়ার ফলে বর্ষা মৌসুমে ও এ এলাকার জলাবদ্ধতা থেকে নিরাপদ থাকে ।  কিন্তু এবার দিগন্ত জোড়া মাঠ ঘাট, নদী, নালা, খাল বিল , হাওড় , বাওড় পানিতে ডুবে গেছে । অন্যদিকে ধান সহ বিভিন্ন চাষের পাশা পাশি কয়েক শ পুকুরের মাছ ভেসে যেয়ে  মাঠের সাথে মিলিত হয়ে গেছে যার কারণে মাছ চাষিদের আড়াই কোটি টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা গেছে । অতিরিক্ত ভারি বৃষ্ঠির কারনে এ এলাকার কৃষকের জমিতে পানি বের হতে না পারায় মাঠের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে । জলাবদ্ধতার ফলে সবজি ক্ষেতের গাছগুলো মারা যাচ্ছে । যে কারনে কৃষকরা মারাত্বক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ।

এমন অবস্থা সৃষ্টি  হওয়ায় এখন এ উপজেলার সবজির চাহিদা পূরনের ক্ষেত্রেই আশংকা দেখা দিয়েছে । সরেজমিনে মাঠ পরিদর্শন করে দেখা গেছে এ উপজেলার প্রতিটি গ্রামেই সবজি চাষ হয়ে থাকে যার মধ্য রয়েছে , পটল , মিষ্ঠি কুমড়ো, বেগুন , চিচিঙ্গা , সবুজ শাক , পুইশাক , করলা , উচ্চে , লাউ সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ঠ হয়ে গেছে । এ উপজেলার কয়া গ্রামের সবজি চাষি শরিফুল জানান , তিনি বলেন তিনার সবটুকু জমিতে সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন বতমান প্রায় ৫ বিঘা জমিতে কচু এবং বাকি ২ বিঘা জমিতে করলার চাষ করেছেন । তিনার আশা ছিল এ বছরটি চাষে বেশ লাভ করতে পারবেন কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে করে এখন কি করে লোকসান কাটিয়ে উঠবেন সে চিন্তায় করছেন । জীবননগর উপজেলা কৃষিকর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহর সাথে কথা বললে তিনি বলেন এ বছর জীবননগর উপজেলার সকল কৃষকের চাষে ব্যাপক লাভ হতো কিন্তু টানা এ বৃষ্ঠির কারনে বীজতলাসহ সবজি ক্ষেতের অধিকাংশ ব্যাপক ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠতে কৃষকের একটু সময় লাগবে ।

২ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে