সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৪:৫৭

ভূত আতঙ্কে গার্মেন্ট বন্ধ ঘোষণা, আটক ৫

ভূত আতঙ্কে গার্মেন্ট বন্ধ ঘোষণা, আটক ৫

নারায়ণগঞ্জ : রূপগঞ্জে একটি মহল ভূত আতঙ্ক ছড়িয়ে দেয়ায় রপ্তানিমুখী একটি গার্মেন্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।


শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড কম্পোজিট পোশাক কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে মালিকপক্ষ ১৩২ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াছিন মিয়া (২৬), ইয়ার হোসেন (২৫), লালন মিয়া (২৮), জুম্মন (২৫) ও হাছিনুর রহমান হাছান (২৭)।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড কম্পোজিট পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।  বিভিন্ন অনিয়মের অভিযোগে এক মাস আগে কারখানার এজিএম জাহাঙ্গীর হোসেন ও নাদির হোসেনকে চাকরিচ্যুত করা হয়।  এরপর থেকেই তাদের অনুসারী শ্রমিকরা কারখানায় বিভিন্নভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে আসছে।

পুলিশ জানায়, এক সপ্তাহ আগে টয়লেটে গিয়ে দুই নারী শ্রমিক আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  এরপর তারা সুস্থ হয়ে উঠেন।  এ ঘটনায়  জাহাঙ্গীর হোসেন ও নাদির হোসেনের অনুসারীরা কৌশলে ভূত আতঙ্ক ছড়িয়ে দেন।  এরপর থেকে শ্রমিকরা ভূত আতঙ্কে ভুগেন।  তারা কারখানায় প্রবেশ করছিলেন না।  শনিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে চলে গেলে মালিকপক্ষ বন্ধ ঘোষণার নোটিস টাঙিয়ে দেন।

কারখানার ক্ষতি সাধনের অভিযোগ এনে ১৩২ জনের নামে কারখানার মানবসম্পদ প্রশাসনিক কর্মকর্তা এম দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে