সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৩:৫২

লামায় অস্ত্রের মুখে পাঁচজনকে অপহরণ

লামায় অস্ত্রের মুখে পাঁচজনকে অপহরণ

বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের লামায় একদল অস্ত্রধারী পাহাড়ী দুর্বৃত্ত পাঁচজনকে অপহরণ করে। তারা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে দুর্গম পাহাড়ের দিকে চলে যায়।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

অপহৃতরা হলেন—মংপ্রু মার্মা (২৭) মংসাই মার্মা (১৯) নাছির উদ্দিন (৪০) ট্রাক চালক ইবরাহিম (৩২) ও হেলপার রুবেল (২৫)। অপহৃতদের বাড়ি লামা ও চকরিয়ায় বলে জানিয়েছে পুলিশ।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েজন লোক একটি বালিভর্তি ট্রাক নিয়ে লামা ফাঁসিয়াখালী থেকে কক্সবাজারের চকরিয়া যাওয়ার পথে ট্রাকটি ফাঁসিয়াখালীর ২নং ওয়ার্ড ফকিরা খোলা নামক স্থানে পৌঁছলে একদল অস্ত্রধারী পাহাড়ি দুর্বৃত্ত অস্ত্রের মুখে ট্রাকটি গতিরোধ করে পাঁচজনকে অপহরণ করে পাহাড়ের ভেতরে গভীর জঙ্গলের দিকে চলে যায়।

লামা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি সিরাজুল বলেন, অপহৃতদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
১৬ মে, ২০১৫/এমটিনিউজ২৪/একে/এমহক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে